স্টাফ রিপোর্টারঃ
আশুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান শাহাব উদ্দিনকে দালালের দৌরাত্মে গ্রাস করেছেন বলে মন্তব্য করেন ভোরের ধ্বনী পত্রিকার বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম।তিনি বলেন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদে তাকে প্রতিনিয়ত হেয়প্রতিপন্ন করেই চলেছে কুচক্রী মহল।তিনি নেতাকর্মীদের মুল্যায়ন করেনা এমন সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির মাতবর সাবেক সভাপতি সাভার উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ড।তিনি বলেন আশুলিয়া ইউনিয়নে সফল চেয়ারম্যান শাহাব উদ্দিন। সে দলকে ভালোবাসে মুক্তিযুদ্ধাদের ভালোবাসে সকলকে মুল্যায়ন করে। শিশু বৃদ্ধা ময়মুরুব্বি সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে।একটা কাজ করতে সকলের সমন্বয়ে বোর্ড বসিয়ে অনুমতি নিয়ে কাজ করে। তার মত ব্যাক্তি যদি মানুষকে মুল্যায়ন করেনা দলকে মুল্যায়ন করেনা বলে সংবাদ প্রকাশ হয়। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে। তবে হ্যা সে মুল্যায়ন করেনা দেশের শত্রুু সরকার বিরোধী দালাল চামচা মাদক ব্যবসায়ী চাঁদাবাজ সন্ত্রাস তাদের কে।
বীর মুক্তিযোদ্ধা আজগর আলী ও বীর মুক্তিযোদ্ধা আনছার আলী দেওয়ান বলেনঃ শাহাব উদ্দিন আশুলিয়ার মানুষের ভালোবাসায় শিক্ত।চেয়ারম্যান হিসাবে আশুলিয়ায় সে এক নং স্থান দখল করে ফেলেছেন।ইউনিয়নের কাজে ১০০% সফলতা দেখাতে সক্ষম হয়েছেন।কিছু বিরোধী কুচক্রী মহল তার বিরুদ্ধে ইনিয়ে বিনয়ে সত্যটা মিথ্যা দিয়ে সাজিয়ে প্রচার করছে।যাহা আদৌও সত্য নয়।এমন সংবাদমাধ্যমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর বলেনঃআমি চাঁদাবাজ নই চাঁদাবাজদের শত্রু।একটা প্রমান দেখান আমার বিরুদ্ধে।আমি মানুষকে মুল্যায়ন করি দলকে ভালোবাসি দলের ভিতরের সকল শ্রেনী পেশার মানুষকে মুল্যায়ন করি।আমি নিপীড়িত জনগণের সেবা করি।সাংবাদিক ভাই ও বোনদের প্রতি অনুরোধ করি আপনারা সত্য তথ্য তুলে ধরুন।নিউজ করার আগে অন্তত একটু পর্যবেক্ষন করুন।
Leave a Reply