মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

উডল্যান্ডসের থেকে দেওয়া শেষ বুলেটিনে জানান হয়েছে, মহারাজ ভাল আছেন

উডল্যান্ডসের থেকে দেওয়া শেষ বুলেটিনে জানান হয়েছে, মহারাজ ভাল আছেন

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

চিকেন স্টু-টোস্ট দিয়ে ডিনারের পর রাতে ভাল ঘুমিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের সঙ্গে রাতে হাসপাতালেই ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং মেয়ে সানা। তবে স্বস্তির খবর, BCCI প্রেসিডেন্টের করোনা রিপোর্ট নেগেটিভ।

উডল্যান্ডসের থেকে দেওয়া শেষ বুলেটিনে জানান হয়েছে, মহারাজ ভাল আছেন। বিপন্মুক্ত তিনি। চিকিৎসক সরজ মণ্ডল, সৌতিক পণ্ডা এবং চিকিৎসক সপ্তর্ষি বসু-সহ বিশেষজ্ঞ বোর্ডের তত্বাবধানে রয়েছেন। শনিবার দুপুরে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করে একটি ধমনীতে স্টেন্ট বসানোর পরে তাঁর অবস্থা স্থিতিশীল। সৌরভের পরিবারের তরফে জানান হয়েছে, এ দিন দুপুরে জিম করার সময় বুকে-হাতে ব্যথা শুরু হয় তাঁর। ব্ল্যাকআউট হয়ে যান। এরপরই কোনও সময় নষ্ট না করে উডল্যান্ডসে ভর্তি করা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে৷

এ দিন বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, রেডেল অ্যাপ্রোচে লোকাল অ্যানাস্থেশিয়া করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি আর্টারিতে স্টেন্ট বসানো হয়। আপাতত তিনি স্থিতিশীল। কথা বলছেন সকলের সঙ্গে, খেতে পারছেন। পুরো সংঞ্জা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD