মানস কুমার মাইতি
কলকাতা
কুয়াশার আড়ালে শুরু হয় অন্ধকার পৃথিবীর ভাঙন ,
দিগন্ত ছিঁড়ে নীলাভ ঘোড়ারা শিউলি কুড়িয়ে নেয় ,
সমস্ত দুঃখের মিনার থেকে গড়িয়ে পড়ে শিশির।
ধানরঙা আলপথ ধরে কৃষক হাঁটছে …
আগাছার দাপটেও নির্ভীক সেই ভোর।
অথচ মানুষের কান্না খোদাই করা থাকে
বন্ধ ঘরের অন্ধকারে,
দেওয়ালে লেখা থাকে- অনাহার, জীবন ও ইস্তাহার ।
আলনায় পুরানো নরম তাঁত ছিঁড়ে
উঁকি মারে মায়াবী শরৎ ।
তবুও মানুষ এত আনন্দে ভোর মাখে ,
হাত বুলিয়ে দেয় ধানের ত্বকে –
প্রতিটি মুহূর্ত এখন যে বেঁচে থাকার উৎসব।
Leave a Reply