বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

এসপিকে জামালপুর এর উদ্যোগে চক্ষুশিবির অনুষ্ঠিত

এসপিকে জামালপুর এর উদ্যোগে চক্ষুশিবির অনুষ্ঠিত

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

এসপিকে জামালপুর এর উদ্যোগে শেরপুর জেলা শহরের সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র , মধ্য শেরির এলাকার কার্যালয়ে এক চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ জানুয়ারি অনুষ্ঠিত এই চক্ষুশিবির কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসপিকে এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক। বাংলাদেশ ডিজিটাল চক্ষু হসপিটাল,জামালপুর এর কারিগরী সহায়তায় স্বল্প খরচে ল্যান্স সংযোজনসহ ছানি অপসারণ করার জন্য রোগীদের সেবা প্রদান করা হয়। প্রধান অতিথি মোহাম্মদ এনামুল হক বলেন, ত্রিশ টাকার বিনিময়ে রেজিষ্ট্রেশন করে রোগীগণ চক্ষুশিবির চলাকালীন সময়ে এই সেবা গ্রহণ করতে পারবেন। তিনি আরও বলেন চক্ষুশিবির সারা বছরের চলমান প্রক্রিয়ার একটি অংশ। শীঘ্রই চক্ষুশিবির ছাড়াও সাধারণ অন্যান্য রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে স্বল্প মূল্যে জামালপুর ও শেরপুর জেলায় প্রাথমিক চিকিৎসা কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD