মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
করোনাকে ভয় করোনা,ভ্যাকসিন এনেছেন শেখ হাসিনা

করোনাকে ভয় করোনা,ভ্যাকসিন এনেছেন শেখ হাসিনা

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
করোনাকে ভয় করোনা,ভ্যাকসিন এনেছেন শেখ হাসিনা।আজ ১১ ফেব্রুুুুুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় খুুুুুলনার কয়রা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সানা ইউনুসুর রহমান(৬৫)করোনা ভ্যাকসিন নেওয়ার আগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রার কথা তুলে ধরেন।এসময়ে তিনি বলেন ৭৯ সালে বাংলাদেশ আওয়ামীলীগের যোগদান করেছিলাম নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে।তখন সেই দুঃসময়ে যাদের বাংলাদেশ আওয়ামীলীগের কর্মী হিসাবে এনেছিলাম তারা অনেকেই রাজনৈতিক পথ ভ্রোষ্ট হলেও, এখনও আমার দেখানো পথেই অনেক আদর্শ নিয়ে নিঃস্বার্থ কর্মী হিসাবে কাজ করছে হাতে গোনা কয়েকজন ছেলে।আর অনেকেই উড়ে এসে জুড়ে নিয়ে বহাল তবিয়তেই রাজ্য দখল করেছেন।এগুলো দেখে খুব খারাপ লাগছে।
আমি আমার সহধর্মিণী কে হারানোর বেদনা বুকে চেপেই শিশু সন্তান,লায়ন সাইফুল্ল্যা আল-মামুন কে হাজার দুঃখ কষ্টের মাঝে সে লেখা পড়া শিখে আজ আমার প্রিয় নেতা বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নির্বাচন পরিচালনা কমিটির খুলনা সদস্য হিসাবে কাজ করছে। তাছাড়া শহীদ এম এ গফুর স্মৃতি সংসদে সাধারণ সম্পাদক হিসেবে,নিজে একটি অনলাইন জেনিউজের সম্পাদক।এর চেয়ে আর কি চাইবো আমি।আপনারা সবাই তাকে দোয়া ও আশির্বাদ করবেন।আমি বাড়ী থেকে নিয়ে জোর করে যাদের বাংলাদেশ আওয়ামীলীগের দুঃসময়ে দলে যোগদান করিয়ে ছিলাম তারমধ্যে উল্ল্যেখযোগ্য নিঃস্বার্থ আদর্শে উজ্জীবিত আছে কয়রা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী,প্রায়ত আঃগফুর সানা,প্রায়ত আঃমান্নান মাষ্টার, নির্মম দাস তখন বেশ ছোট ছিল।আজ সেও আমাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।শুনেও ভাল লাগে।আমি আমার সময়ে যারা বেঁচে আছে,এদের জন্যই দোয়া ও আশির্বাদ করছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD