রিনা দাস
কলকাতা।।
শেয়ালটাকে দেখতে পেয়ে
সিংহ বললো হ্যালো ?
বিশ্বটা আজ হঠাৎ করে
বদলে যেন গেল ?
মানুষগুলো গরুর মতো
মাস্ক পরেছে মুখে
স্বর্গের খাতা অডিট্ হচ্ছে
খুশী জাগছে বুকে ৷
প্রকৃতির মালিক মানুষ নয়
সেটা ওরা জানেনা ?
পশু,পাখি,কীট,পতঙ্গ
সবার আছে শরিকানা ৷
চিড়িয়া খানায় শেকল গেঁথে
বন্য প্রাণীদের ঘেরে ?
নিজেদের কি মালিক ভাবে ?
পশু,পাখি মেরে ?
এই গ্রহের দত্তাপহারক
কেবল ঈশ্বর জানিস্ ?
কেড়ে নিলে তাঁর দান ?
মানুষ হবে ভ্যানিস্ ?
Leave a Reply