লিয়াকত মাসুদ, কসবা ব্রাহ্মনবাড়িয়া।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সংবিধান প্রণেতা বঙ্গবন্ধু সহচর বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌশলী সাবেক সংসদ সদস্য কসবা আখাউড়ার স্রপ্ন দ্রষ্টা মরহম অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া স্মৃতি স্মরণে
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্ভোধনী ২০২০অনুষ্ঠিত হয়।
৫ ডিসেম্বর শনিবার সন্ধায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ পুশ্চিম পাড়া যুব সমাজ আয়োজিত কসবা উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক নাজমুল আলম খান বেদন সভাপতিত্বে আয়োজক কমিটির সদস্য আশিকুর রহমান খানের এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাংগঠনিক কমান্ডার বীর মুক্তি যোদ্ধা মো ওয়েলেক ভুইয়া, কাজী মানিক যুগ্ন আহবায়ক বাংলাদেশ ছাত্রলীগ কসবা উপজেলা শাখা, মো ইব্রাহিম সাবেক সহ সভাপতি কসবা উপজেলা ছাএলীগ, মো টিটু ভুইয়া কার্যকারী সদস্য আহবায়ক কমিটি কসবা উপজেলা ছাএলীগ,হাসান মো শাহরিয়া সভাপতি বিনাউটি ইউনিয়ন ছাএলীগ,ইসমাইল ভুইয়া সাধারন সম্পাদক বিনাউটি ইউনিয়ন ছাএলীগ, আওয়ামিলীগ নেতা রফিকুল ইসলাম খান, রউফ ভুইয়া, জুয়েল চৌধুরী, স্বপন দাশ, আয়োজক কমিটির মধ্যে, উপস্থিত ছিলেন পারবেছ খান,নোমান খান নাহিদ খান সুমন খান সজল খান, হৃদয় খান, সাদ্দাম হোসাইন, খেলা পরিচালনা করেন এনামুল হক খান ও একরাম চৌধুরী
খেলায় বিজয়ী হয় সরাইল রনি একাদশ। উক্ত খেলার সভাপতি কসবা উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক নাজমুল আলম খান বেদন বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই, যা মাদক থেকে দূরে রাখে, শরীর ও মন ভালো রাখে। আসুন আমরা সবাই পড়াশোনার সাথে-সাথে নিয়মিত খেলাধুলা করি, নিজে সুস্থ থাকি এবং অন্যকে সুস্থ থাকতে উৎসাহিত করি।
Leave a Reply