বিশেষ প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাব নির্বাচন সোমবার (১৪ ডিসেম্বর) অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীণ সাংবাদিক মো. আবদুল হান্নান (দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ) ও সাধারণ সম্পাদক পদে মো. শাহ আলম চৌধুরী (যায়যায়দিন) নির্বাচিত হয়েছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২৪টি ভোটের মধ্যে সভাপতি পদে মো. আবদুল হান্নান ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি কসবা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. সোলেমান খান পেয়েছেন আট ভোট। সাধারণ সম্পাদক পদে মো. শাহ আলম চৌধুরী পেয়েছেন ১৭ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি সাবেক সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা পেয়েছেন সাত ভোট।
এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সোহরাব হোসেন (প্রথম আলো), দপ্তর সম্পাদক পদে আবুল কালাম আজাদ (নয়াদিগন্ত), কার্যকরী সদস্য নাজমুল হক সজল (দৈনিক আমাদের অর্থনীতি), আবুল খায়ের স্বপন (দৈনিক আমার জেলা) নির্বাচিত হয়েছে।
বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মো. আবদুল বাকের সরকার (দৈনিক অগ্নিশিখা), সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন (দৈনিক দেশবাংলা), অর্থ সম্পাদক মো. অলিউল্লাহ সরকার (দৈনিক বাংলাদেশের খবর)
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনে করেছেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম। প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহাম্মদ। নির্বাচনে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাসিদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমুল হক সিকদার।
Leave a Reply