আকিবুজ্জামিন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার নলতা ইউনিয়ন এর (সানপুকুর) গ্রামের বাসিন্দা সূবল স্বর্ণকার তাহার বসত ভিটা জোর পূর্বক দখলের চেষ্টা করছে তারই প্রতিবেশী শ্রী শিবপদ সর্ণকার, পিতাঃমৃত উপেন্দ্রনাথ স্বর্ণকার,অনুজয় স্বর্ণকার ও বিজয় স্বর্ণকার,উভয়ের পিতাঃশিবপদ স্বর্ণকার।এ বিষয়ে সূবল স্বর্ণকার বলেন আমার পৈতৃক সম্পত্তি দখলের জন্য বিবাদী গন দৈর্ঘ দিন থেকে চেষ্টা করে আসছে,তারা বিত্তবান ও আইনের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই।গত ২৫/০২/২০১০ তারিখে বিবাদি গন সূবল স্বর্ণকার এর গোয়াল গড় ভাংচুর করে ক্ষতি করে,যাহা স্থানিয় ব্যক্তি বর্গ দ্বারা ৩০০ টাকা বিবাদী পক্ষদের জরিমানা করে বিষয় টি মিমাংসা করে দেন।এই ঘটনার কিছু দিন পরে ১৪/০৪/২০১০ তারিখে বিবাদী গন সূবল স্বর্ণকার এর গোয়াল ঘর সম্পূর্ণ ভাবে ভেঙ্গে দেয়।উক্ত ঘটনার পর সূবল স্বর্ণকার বাদী হয়ে থানায় অভিযোগ করেন ও N.G.R ৩৬/১০ মামলা হয়।এবং কোর্টে ১০৭ ধারা মামলা করেন।এর পর বিবাদী গন মুচলেকা দিয়ে আসে ইং-২৫/১০/২০১০ তারিখে।তার পরথেকে দীর্ঘ দিন তারা শান্ত ছিলো,এবং সূবল স্বর্ণকার তাহার গোয়াল ঘর ভেঙ্গে কাঠ গুদাম ঘর তৈরি করেন।গত ২৭/১২/২০১৯ তারিখে বৃষ্টির কারনে তার কাঠগুদাম ঘরের কাচা দেয়াল পড়ে জায়।এজন্য সূবল স্বর্ণকার তাহা মেরামত করিতে আরম্ভ করেন এমন সময় বিবাদী গন আসিয়া বাধা সৃষ্টি করে, সূবল স্বর্ণকার কারন জিজ্ঞেস করায় তাহাকে প্রান নাশের হুমকিও অকথ্য ভাষায় গালাগালি করে।বিবাদীদের ভয়ে সূবল স্বর্ণকার তাহের বাধা দেওয়ার সাহস পায়নি।এবং বর্তমানে তিনি ভয়ে দিন কাটাচ্ছে। এ বিষয়ে জানার জন্য বিবাদী গন দের নিকট মুঠোফোনে যোগাযোগ করলে তারা ফোন কেটে দেয়। এ বিষয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি সূবল স্বর্ণকার।
Leave a Reply