কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
সিপি, ডিজি, স্বরাষ্ট্র সচিব, এডিজি কালীপুজো নিয়ে এই আলোচনা হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সাথে মিটিং। উৎসব সিস্টেম মেনে, সংযত ভাবে হবে। প্রশাসন তা নিয়েই এদিন সিএম-এর সঙ্গে আলোচনা করেছেন।
মুখ্যসচিব এদিন বলেন , ‘দুর্গাপুজোর মতোই হবে দিওয়ালি ও কালীপুজো । এখন কোভিড পরিস্থিতিতে এটা দেখতে হবে। তাই সবাইকে অনুরোধ বাজি পোড়াবেন ও ফাটাবেন না।মানবিক দিক থেকে দেখলে, বায়ুদূষণ অত্যন্ত ক্ষতিকর হতে পারে। বিসর্জনের ব্যপারে স্থানীয় পুলিশের সাথে কথা বলে হবে। সুপ্রিম কোর্টে নিষিদ্ধ বাজি ব্যবহার তো করবেন না। আমাদের আবেদন অন্য বাজিও যেন ব্যবহার না হয়।’
এখানেই শেষ নয় মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুজো বন্ধ হোক কেউ চায় না। এই পরিস্থিতিতে বাজি এড়িয়ে যেতে হবে। কালী পুজোয় অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে।শোভাযাত্রাতেও বাজি পোড়াবেন না। মূর্তি আচ্ছাদন ওপরে থাকবে। কিন্তু চারপাশ যেন খোলা থাকে। হাইজিন সকল নিয়ম মেনে। আমাদের আনন্দ যেন অন্যদের নিরানন্দ না হয়।পজিটিভ রেট কমছে, ডেথ রেট কমছে, সংক্রমণ হার কমছে। কোনও কোনও দিক থেকে অন্য কথা বলা হলেও। হার কমেছে।’
ইতিমধ্যেই শহরের বেশ কিছু আবাসন বাজি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ চিকিৎসক, পরিবেশকর্মী ও সচেতন বহু মানুষ দিওয়ালিতে এবার বাজি না পোড়ানোর আবেদন রেখেছেন জনসমাজের কাছে ৷ করোনা পরিস্থিতিকেই নজরে রেখে রাজস্থানে এবছর নিষিদ্ধ করা হয়ে বাজির ব্যবহার ৷
Leave a Reply