মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:৩০ অপরাহ্ন

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে স্থানীয় ষ্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই আলম সিদ্দিকী। এ সময় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আখতার,এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোতাহার হোসেন,মাহতাবুর রহমান বুলেট,রুহুল আমিন,ফারুক হোসেন হেলাল, আতাউর রহমান ও রায়হানুল ইসলাম রণি প্রমূখ। খেলায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল (বালক) দলের কুটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে খেলেন বাড়ী মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দল। অপরদিকে বেগম ফজিলাতুন্নেছা মুজিব দলের হয়ে খিলালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে খেলেছে মুশরুত পানিয়াল পুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দল। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয় কুটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয় মুশরুত পানিয়াল পুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। পরে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচীটি শেষ হয়। #

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD