কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
অবশেষে মঙ্গলবার দুপুর তিনটের সময় বিজ্ঞানভবনে সরকারের সঙ্গে কৃষি বিল নিয়ে আলোচনায় রাজি হল কৃষক সংগঠন। প্রথমে ঠিক ছিল ৩ ডিসেম্বর হবে এই আলোচনা। কিন্তু এ দিন সকাল থেকেই অনেক পট পরিবর্তন ঘটতে থাকে। ঠিক হয় কৃষকদের তরফ থেকে ৩৫ জন প্রতিনিধি যাবেন আলোচনায় এবং কোনও শর্ত ছাড়াই। বৈঠকে সরকারের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁকে বেছে নেওয়ার পেছনে কারণ রাজনাথ নিজে কৃষক পরিবারের সন্তান। তাই কৃষকদের সমস্যা বুঝতে এবং তাঁদের ভরসা দিতে রাজনাথের সমান কেউ নেই এই মুহূর্তে।
জে পি নাড্ডার বাড়িতে বৈঠকে হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, কৃষক সংগঠনের প্রতিনিধিদের পরিষ্কার করে দেওয়া হবে কোনও অবস্থাতেই কৃষি বিল প্রত্যাহার করা হবে না বা পরিবর্তন করা হবে না। খুব বেশি হলে আপত্তি খতিয়ে দেখতে কমিটি তৈরি হতে পারে। তবে কৃষকদের আশঙ্কা এবং প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়া হবে। ফসলের ন্যূনতম মূল্য (এমএসপি) তুলে দেওয়া হবে না। বাজারে ফসল বেচার পুরনো ব্যবস্থা বজায় থাকবে। কেউ নতুন ব্যবস্থায় ভয় পেলে বাজারেই এমএসপিতে-ই ফসল বেচতে পারবেন৷
সরকারের একপক্ষ মনে করছে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের এই প্রতিবাদের পেছনে অন্য কোনও কারণ লুকিয়ে আছে। রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চাইছে বিরোধীরা, বিশ্বাস শাসক দলের। তাই ইচ্ছে করে ভুল বোঝানো হচ্ছে। এমনকি তাঁদের ভরসা দিতে বিজেপি শাসিত রাজ্যের সব মুখ্যমন্ত্রী লিখিত চিঠি দেওয়ার কথা জানিয়েছেন।
Leave a Reply