স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
কেরুএন্ড কোম্পানি বাংলাদেশ লিঃ দিতীয় স্হান অধিকার করায় ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৯ পদকে ভূষিত কেরু,র ব্যবস্হাপনা পরিচালক মোঃ আবু সাঈদ। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যরা।
দর্শনা প্রেসক্লাবের পৃষ্টপোষক এম ডি মোঃ আবু সাঈদ এ পুরস্কার গ্রহন করেন গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এম পির হাত থেকে। দর্শনা প্রেসক্লাবের পক্ষে থেকে মোঃ আবু সাঈদকে ফুলেল শুভেচ্ছা জানান দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে।এ সময়উপস্থিতছিলেনকেরু,রমহাব্যবস্হাপক(প্রশাসন)শেখ শাহাবুদ্দীন,মহাব্যবস্হাপক(কৃষি) গিয়াসউদ্দিন, মহাব্যবস্হাপক(ডিস্টিলারি) ফিদা হাসান বাদশা,উপ-ব্যবস্হাপক (পারসোনাল) আবু ফাত্তাহ্।
.
Leave a Reply