মোঃ জসিম উদ্দিন
খানসামা প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
নিহত ব্যাক্তি হলেন উপজেলার খামার পাড়া ইউনিয়নের গাড়পাড়া গ্রামের ছকেদ আলির ছেলে মোশরেফুর ইসলাম (১৮)।
আজ সকাল আনুমানিক ১১ টায় আসার উপজেলার হকের হাট থেকে পাকেরহাট অাসার সময় শীমল তোলার বাসিন্দা ইউসুফ (১৮)এর সাইকেলর সাথে সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক মোশরেফুর ইসলাম রাস্তার একটি গাছের সাথে ধাক্কা লেগে।
পরে ঘটনা স্থল থেকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে আসা হলে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট) এর মেডিকেল অফিসার ডাঃ নুর ফারিয়া আইরিন
মোটরসাইকেল চালক মোশরেফুর ইসলাম কে মৃত ঘোষণা করে।
এবং সাইকেল চালক ইউসুফ অাহত হয়েছে।
Leave a Reply