স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনা ১-আসনের সাবেক সাংসদ সদস্য ও দাকোপ উপজেলার আওয়ামীলীগের সাবেক সভাপতি জননদ্দিত নেতা ননীগোপাল মন্ডল খুলনাজেলা আওয়ামীলীগের সদস্য নির্বাচিত হওয়ায় সমর্থকদের
পক্ষথেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
৪ জানুয়ারী সোমবার বিকালের দিকে ননীগোপাল মন্ডল মোটর সাইকেল শোভাযাত্রার বহর নিয়ে দাকোপ উপজেলায় প্রবেশ করলে চালনা ডাকবাংলা
মোড়ে ননীগোপাল মন্ডল কে নেতাকর্মিরা ফুলের মালা
দিয়ে তাকে বরন করে নেয়।দির্ঘদিন পর দলের জেলা কমিটির সদস্য নির্বাচীত হওয়ায় স্বতউৎফুল্ল্য সমর্থকদের দেওয়া সংবর্ধনা সভায় বক্তিতা কালে তিনি বলেন তিনি বলেন আওয়ামীলীগের ঘাটী দাকোপে নেতৃত্বের দূর্বলতার কারনে আজ আওয়ামীলীগ জনবিচ্ছিন্ন দলে পরিনত হয়েছে। যে কারনে নৌকা পাগল ভোটাররা নৌকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি বলেন এ অবস্থার পরিবর্তন ঘটাতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আবার আমাদের দলকে সুসংগঠিত করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুনসুর আলী খান, অসীত বরন সাহা, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, সাবেক চেয়ারম্যান শেখ যুবরাজ, সমারেশ রায়, গাজী আঃ রহিম, উমাশংকর রায়, শেখ সাব্বির আহম্মেদ, দেবপ্রসাদ গাইন, যুবনেতা আফজাল হোসেন খান, অমিত সাহা, ওমর ফারুক হাওলাদার, সরোয়ার গাজী, শচীন্দ্রনাথ মন্ডল, শাহাবুদ্দিন মোল্যা, শাহাবুদ্দিন ভূইয়া, কমলেশ বাছাড়, তন্ময় সরকার, খানজাহান মোল্যা, ভবেন মন্ডল, সুবোল ঘোষ, শেখ মাসুম, পুলক মন্ডল, সাইফুল ইসলাম, সুকৃতি রায়, বিধান ঘোষ, অনুপ বাগচী, দেবানন্দ মন্ডল প্রমুখ।
Leave a Reply