বিশ্বজি দাস
অসাড় হয়েছে এই জীবনের মানে
স্মৃতির গভীরে আছে সেইসব দিন
রয়েছে সাজানো দেখো স্তরে স্তরে গানে
সাজাপ্রাপ্ত হই, তোমার সুখে রঙিন!
কতদিন কেটেছে অঘুমে ঘুমে কড়া দাগ পিঠে
গারোদের ভিতরে লিখেছি প্রেম; ফাঁস হল শেষে
বন্দী জীবন থেকে তুলে আনি বখাটে
হাওয়ার কাছে প্রেমিক শুধু বাঁচে হেসে!
যাও নতুন প্রিয়র দুহাতের ফাঁকে
ভ্যাগিস ক্যাবলা আমি; চিনেছি শ্বাসটাকে
কি আর পাবে শরীর শুকাবার আগে
প্রয়াত স্বপ্নের মুখে জোঁকেরা যে জাগে!
গ্রামীণ ছেলেরা তাই পুরানো প্রেমের
কবিতা লিখে রাখে খসখসে পাতায়…
Leave a Reply