বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

জন্মোৎসব পালিত

বৃহস্পতির আড্ডায় পালিত হলো দুই কথা সাহিত্যিকের জন্মোৎসব
বৃহস্পতির আড্ডার নিয়মিত ভার্চুয়াল আসরে গান কবিতা আলোচনা লেখার মূল্যয়ন শুভেচ্ছা শুভকামনা অভিনন্দনের জমজমাট আয়োজনে পালিত হলো কথা সাহিত্যিক আফরোজা পারভীন ও কথা সাহিত্যিক রোকেয়া ইসলামের জন্মোৎসব।
বিজ্ঞ প্রাজ্ঞ আলোচকগণ তাদের লেখার মূল্যয়নের পাশাপাশি প্রগতিশীল আন্দোলন ভাষা আন্দোলন স্বাধীনতা সংগ্রামে দুই পরিবারের বিশেষ অবদানের কথা শ্রদ্ধা সম্মান এবং কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন।
সদ্য ঘোষিত একুশে পদকে ভূষিত হন আফরোজা পারভীনের পিতা। তার বড়ভাই মহান মুক্তিযুদ্ধে শহীন হন।
তেমনিভাবে রোকেয়া ইসলামের পরিবার স্বাধীনতা যুদ্ধে বিশেষভাবে অবদান রেখেছেন। তার স্বামী আসাদুজ্জামান আরজু মুক্তিযুদ্ধে কোম্পানি কমান্ডার ছিলেন পরবর্তীতে দীর্ঘদিন মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপূর্ণ পদে ছিলেন।
লেখক আফরোজা পারভীন বহুবিধ কর্মের সাথে সংপৃক্ত তিনি রক্তবীজ প্রোর্টালের সম্পাদক।
সরকারের আমলা ছিলেন। বহু গ্রন্থের রচয়িতা।
লেখক রোকেয়া ইসলাম শুধুমাত্র নিষ্ঠাবান লেখকই নন, তিনি নাট্যকার চলচ্চিত্রের কাহিনীকার। তার গ্রন্থের সংখ্যা বারটি
শিক্ষক হিসাবে কর্ম জীবন শুরু করেন বর্তমানে উন্নয়ন সংস্থা ডরপের নির্বাহী সদস্য এবং বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।
জমজমাট আয়োজনে ভার্চুয়ালি সংযুক্ত হন
কবি মাহমুদ কামাল কবি নাসির আহমেদ কবি শাহীন রেজা কবি বাবুল আনোয়ার কবি সন্দীপক মল্লিক কবি কামরুল বাহার আরিফ কবি নিলুফা জামান সাবিনা স্বপ্না
ত্রিপুরা থেকে নৃপেন ঘোষ
পশ্চিমবঙ্গ থেকে কবি কাজল চক্রবর্তী কবি সৌমিত বসু কবি কৃষ্ণা ব্যানার্জি লেখক নিবেদিতা রায় লেখক রেখা রায়
আমেরিকার থেকে সংযুক্ত ছবি কবি ও সংগঠক সালেম সুলেরী
তিন ঘন্টা ব্যাপী এই আনন্দ আয়োজনের সঞ্চালক ছিলেন কবি সরকার মাহবুব ও কথা সাহিত্যিক নূর কামরুন নাহার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD