আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র,জামালপুর (এসপিকে) এর উদ্যোগে সোমবার ১১ জানুয়ারি সদর উপজেলার মেষ্টায় ইউনিয়নের হাজিপুরের গোপালপুর এলাকায় এক চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। এই চক্ষুশিবির কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসপিকে কো-অরডিনেটর আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, চিত্ররেখা মহিলা উন্নয়ন সমিতির প্রধান নির্বাহী রিক্তা বেগম, হৃদয় ইসলাম তুহিন, ব্যবস্থাপক এসপিকে, জাহিদুল ইসলাম, হিসাব রক্ষক ও ফিল্ড অফিসার, এসপিকে। বাংলাদেশ ডিজিটাল চক্ষু হসপিটাল,জামালপুর এর কারিগরী সহায়তায় স্বল্প খরচে ল্যান্স সংযোজনসহ ছানি অপসারণ করার জন্য রোগীদের সেবা প্রদান করা হয়। ত্রিশ টাকার বিনিময়ে সকলেই রেজিষ্ট্রেশন করে রোগীগণ চক্ষুশিবির চলাকালীন সময়ে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এই সেবা গ্রহণ করতে পারবেন। এই চক্ষুশিবির সারা বছরের চলমান প্রক্রিয়ার একটি অংশ। এছাড়াও এসপিকের উদ্যোগে শীঘ্রই চক্ষুশিবির ছাড়াও সাধারণ অন্যান্য রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে স্বল্প মূল্যে জামালপুর ও শেরপুর জেলায় প্রাথমিক চিকিৎসা কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হবে।
Leave a Reply