মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন

ঝালকাঠিতে দুধর্ষ ডাকাতি ডাকাতের হামলায় ৩ জন আহত

ঝালকাঠিতে দুধর্ষ ডাকাতি ডাকাতের হামলায় ৩ জন আহত

আমির হোসেন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি গ্রামের সোনালী মোড় এলাকায় সোমবার গভীর রাতে তালুকদার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের হামলায় গৃহকর্তা অটোচালক খলিলুর রহমান তালুকদার (৩৮), তার স্ত্রী বেবি বেগম (২৮) ও তার ছেলে আলামিন (১৪) আহত হয়েছে। আহত খলিল ও বেবিকে রাতেই রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
গৃহকর্তা অটোচালক আহত খলিলুর রহমান তালুকদার ও বেবি বেগম চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় জানান,গত রাত ২টার দিকে সিঁধ কেটে মুখোশধারী ৩/৪ জন ডাকাত ঘরে প্রবেশ করে দরজা খুলে দেয় ঘরের বাহিরে আরও ৪/৫ জন রামদা হাতে পাহাড়া দিচ্ছিলো।
ডাকাতরা ঘরে ডুকে প্রথমে ছেলে আলামিনকে মারধর করে হাত-পা বেধে খলিল ও বেবিরও হাত-পা বাধা শুরু করলে তারা বাধা ছুটে যেতে চাইলে তাদেরকে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম ও ফুলা জখম করে। এতে গৃহকর্তা খলিল অজ্ঞান হয়ে গেলেও স্ত্রী বেবি ঘরের পেছনের দরজা দিয়ে বাহিরে বের হয়ে ডাক-চিৎকার করলে বাহিরে থাকা ডাকাতরা তার মাথায় আঘাত করে। এসময় ঘরের পাশের নালায় পড়ে অজ্ঞান হয়ে যায় বেবি। ততক্ষনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গৃহকর্তা অটোচালক খলিলুর রহমান তালুকদার আরও জানান, তিনি ও তার স্ত্রী আহত হয়ে হাসপাতালে থাকায় ডাকাতরা কি মালপত্র, টাকা ও সোনা নিয়েছেন তা সঠিকভাবে বলতে পারেননি। তবে তাদের ধারনা ঘরের সব মালপত্র লুট হয়েছে। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে। ওসি জানান, খবর শুনে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে, তবে কাউকে আটক করতে পারেনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD