আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির রাজাপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় এমপি বজলুল হক হারুন প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযোগ হয়ে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ভাইস চেয়াম্যান মো. জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সমম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেছা পাপড়ী। এছাড়াও ইউপি চেয়ারম্যান মো. মজিবুল হক কামাল, মো. মোস্তাফা কামাল সিকদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply