বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

তবু আমি ভুলব না

বিপ্লব গোস্বামী

যদি তুমি দূরে যাও চলে
আমাকে সরিয়ে দূরে প্রতারণা ও ছলে।
তুমি আমি ভুলব না।

যদি নূতনের রূপে মজে
আমাতে না পাওয়া সুখ তাতে পাও খুঁজে।
তবু আমি ভুলব না।

যদি দূরে গিয়ে থাকো সুখে
যদি আমায় দেখা না-ও দাও স্বপ্নলোকে।
তবু আমি ভুলব না।

যদি ঘর বাঁধ তার সনে
যদি ভুলে গিয়ে আমায় না-ও রাখো মনে
তবু আমি ভুলব না।

যদি জন্মান্তরেও না পাই
তবু প্রতি জনমে যেন তোমাকেই চাই।
তবু আমি ভুলব না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD