দিপ্সী দে
দেশ চলছে তবে ছুটছে না
হামাগড়ি দিয়ে দিয়ে এতকাল ধরে এগিয়ে যাচ্ছি
রেশনকার্ডের বিলোপ্রোভাট্রীর সংখ্যা টা ছুটছে দেশ চলছে।
সিটিসেন্টারে মিছিল চলছে
বিষয় ধর্ষন নয়তো শিক্ষানীতি
দেশ এগোচ্ছে।
পিছিয়ে আসা সভ্যতার কথা শ্রেনীসংগ্রামের পাতা অবলুপ্ত
আমরা চলছি খুড়িয়ে খুড়িয়ে
একদিন বড়ো হবো সেই দিনের অপেক্ষায়।
দেশ চলছে তবে ছুটছে না!
তবে ছুটছি না।
Leave a Reply