খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি ॥
নীলফামারীতে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো। বৃহস্পতিবার সকালে জেলা প্রতিনিধি স্বপ্না আক্তারের আয়োজনে সরকার পাড়া ফায়ার সার্ভিস রোডে দৈনিক আমাদের অর্থনীতির লোকাল অফিস আইকন হাউজে কেক কাটার মধ্য দিয়ে পালিত হয় জনপ্রিয় পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার এলিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, দৈনিক সংবাদের বার্তা পরিবেশক ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিয়ার রহমান, নিউজ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ্, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু হাসান, জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি নুর আলম বর্ণ, সিএনএন বাংলা টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রশিদ, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি সোহেল রানা ও কিশোরগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক খাদেমুল মোরসালিন শাকীরসহ বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, রাজনৈতিক নেতা-কর্মী ও আমাদের অর্থনীতির প্রিয় পাঠক। অনুষ্ঠানে বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সু-স্পস্ট সংবাদ তুলে ধরে সমাজকে দুর্নীতি মুক্ত করার কথা বলেন ও পত্রিকাটি চিরদিনে মানুষের হৃদয়ে গেঁথে থাকবে বলে ধারণা করেন।
Leave a Reply