তোয়ান হোসেন পল্লব, ধামইরহাট (নওগাঁ):
বিশ্ব নদী দিবস-২০২১ইং উপলক্ষে গ্রীন ভয়েস কেন্দ্রীয় টিমের উদ্যোগে আজকে নওগাঁ জেলা শাখা ও ধামইরহাট থানা শাখার পক্ষ থেকে ।সকাল ১০ঘটিকায় বিশ্ব নদী দিবশ উপলক্ষ্যে শিমুলতলী ব্রিজে সামনে নদীর নাব্যতা ফিরিয়ে আনা, অবৈধ দখল ও নদী দূষণমুক্ত করার ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও র্যালির আয়োজন করা হয়েছিল।
সেইসাথে আজকে সারাদেশে একযোগে গ্রীন ভয়েস এর সকল শাখা বিশ্ব নদী দিবস পালন করেছে র্যালি ও মানববন্ধন করে।
নদী দিবসে সকলের একটাই দাবি-
মানুষের জন্যে নদী,
আত্রাই নদী সহ দেশের সকল নদী রক্ষা কর।
“যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে”
গ্রীন ভয়েস।
Leave a Reply