মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

নলছিটিতে ব্যবসায়ীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানবন্ধন

নলছিটিতে ব্যবসায়ীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানবন্ধন

আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটিতে বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক আসাদুজ্জামান খান পলাশের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ ফেব্রুঃ) সকালে নলছিটি প্রেসক্লাব সম্মুখে ঘন্টব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে আসাদুজ্জামান খান পলাশের স্বজন ও স্থানীয়রা অংশগ্রহন করেন।
এসময় উপস্থিত পলাশের ভাই রেজাউল ইসলাম ইমন বলেন আমার ভাইকে হত্যা করার উদ্দেশ্যে আক্কাস ও মিজান বাহিনী পরিকল্পিতভাবে হামলা করে। তিনি ভাগ্যের জোরে বেঁচে গেছেন। আমরা পরিবার নিয়ে আতংকিত অবস্থায় বসবাস করছি। কারন হামলাকারীরা এখানো প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছেন। আমরা চাই তাদের দ্রুত গ্রেফতার করা হোক।
উল্লেখ্য পলাশকে গত ৩ জানুয়ারী(২০২১) রাতে তার নিজ এলাকায় বসে রাতের আধারে এলোপাতাড়ি কোপানো হয় পরবতীর্তে তার বাবা মোঃ এসকেন্দার আলী খান বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে উক্ত মামলার তদন্ত কর্মকতার্ নলছিটি থানার এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন আসামীরা আত্নগোপনে রয়েছেন এবং তাদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD