ঝালকাঠির নলছিটি থানায় সদ্য যোগদানকৃত ওসি আলী আহমেদ’র সাথে উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫ টায় নলছিটি থানার গোলঘরে মতবিনিময় সভায় নলছিটি প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত করিম’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নলছিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি আ. কুদ্দুস তালুকদার।
এসময় উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
ওসি আলী আহমেদ বলেন সাংবাদিকদের সাথে নিয়ে সুন্দর নলছিটির জন্য কাজ করতে চাই। এসময় তার সাথে ছিলেন নলছিটি থানার ওসি(তদন্ত) আবদুল হালিম তালুকদার। উপস্থিত সাংবাদিকরা নলছিটির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের সহযোগিতার কথা ব্যক্ত করেন।
Leave a Reply