শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

নীলফামারীতে বিএনপির নবগঠিত জেলা কমিটির পরিচিত সভা

নীলফামারীতে বিএনপির নবগঠিত জেলা কমিটির পরিচিত সভা

খাদেমুল মোরসালিন শাকীর , নীলফামারী

“শ্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তিপাক” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বিএনপির নব গঠিত জেলা কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান -২০২১ আয়োজন করা হয়েছে । শনিবার দুপুরে প্রজাপতি কনভেনশনে জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এছাড়া যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন আক্তারসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আলজাজিরার খবর প্রকাশিত হওয়ার পরে সরকারের গদি টলমল শুরু করেছিলো কিন্তু সরকার কৌশল গ্রহন করেছে। এই আলোচনা যাতে বহুমাতৃক অবস্থার সৃষ্টি না হয়। ধাপা চাপা দিতে জিয়াউর রহমানের খেতাব বাতিলের ইস্যু নিয়ে আসে। এখন আমরা আলজাজিরা নিয়ে ব্যস্ত থাকবো নাকি জিয়াউর রহমানের খেতাব বাঁচানোর আন্দোলন করবো। তিনি আরও বলেন ,জঘন্যতম নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিনিয়ত মিথ্যা কথা বলে যাচ্ছে। এদেশের লোক নাকি তাকে ভোট দিয়ে প্রধান মন্ত্রী বানিয়েছে। ওনাকে ভোট দিলো কে ? ওনি তো নিজের ভোট নিজে দেননি। কারন ওনার বিরুদ্ধে কোন প্রতিদ্বন্দি ছিলো না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD