খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলা আইনজীবি সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন শেষ হয়েছে। সকাল ১০ টা থেকে শুরু করে বিরতিহীন ভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকাল থেকে আইনজীবিরা উৎসব মূখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
মোট ১৮১ ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১শ ৭০জন ভোটার।
দুপুরের খাবার শেষে ভোট গননা শুরু করা হয়।
মোট ৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪জন প্রার্থী। তারমধ্যে সভাপতি পদে ৩,সহঃসভপতি পদে ২,সাধারণ সম্পাদক পদে ৪,সহঃসাধারন সম্পাদক ৪,কোষাধ্যক্ষ পদে ৪,লাইব্রেরী সম্পাদক পদে ২,ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ৪ ও সাধারণ সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
Leave a Reply