শনিবার, ২২ মার্চ ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে তিনটি কুমির অবমুক্ত করা হয়েছেবনবিভাগের করমজল ফাড়ীতে

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে তিনটি কুমির অবমুক্ত করা হয়েছেবনবিভাগের করমজল ফাড়ীতে

স্বপন কুমান রায় খুলনা ব্যুরো প্রধান
বিশ্ব ঐতিহ্য এর প্রকৃতির লিলাভুমি পুর্ব সুন্দরবনের চাদপাই রেন্জের অধীন বনবিভাগের করমজল টহল ফাড়ীতে আজ ২০ডিসেম্বর রবিবার পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা,মোঃ বেল্লাল হোসেন, যুগ্মসচিব মোঃআবদুল রাজ্জাক, উপসচিব এএসএম ফেরদৌস, বন সংরক্ষক জনাব মোঃ মইননুদ্দিন খান,বিভাগীয় বনকর্মকর্তা জনাব মোঃবেলায়েত হোসেন উপস্হিত থেকে তিনটি কুমির
অবমুক্ত করেন। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রর্যায় ক্রমে ৯০টি কুমির অবমুক্ত করা হবে জানান করমজল টহল ফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির।এর আগে গত ১৫ নম্বেবর বনবিভাগেন হাড়বেড়িয়াতে তিনটি কুমির অবমুক্ত করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD