জসিম উদ্দিনঃ(খানসামা প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজন আর উৎসব মুখর পরিবেশে খানসামা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা,মাদার অব হিউম্যানেটি, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন নানা আয়োজনে পালন করা হয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর সোমবার পাকেরহাট দলীয় কার্যালয়ের কক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যে দিয়ে এই জন্মদিন পালন করা হয়।পরে গাছের চারা রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ খানসামা উপজেলার শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তাফা আহমেদ শাহ, সাধারন সম্পাদক সফিউল আযম চৌধারী লায়ন,
এ ছাড়াও জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply