বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

বীরশ্রেষ্ঠ কামালের মা’র মৃত্যূতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

বীরশ্রেষ্ঠ কামালের মা’র মৃত্যূতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

নিডস নিউজ ডেক্সঃ

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মা, রত্নগর্ভা মালেকা বেগমের মৃত্যুতে শোকার্ত স্বজনদের সমবেদনাসহ গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো শোক বার্তায় তিনি, মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকর্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুসী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের বীরমাতা মালেকা বেগম (৯৬)।

আজ বাদ আসর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখান উপজেলার হাজীপুর গ্রামে জম্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। বাবা হাবিবুর রহমান ছিলেন হাবিলদার।

১৯৮২ সালে মেঘনা নদীর ভাঙনে দৌলতখানের বাড়িটি বিলীন হয়ে গেলে সদরের মৌটুপী গ্রামে চলে আসেন তার পরিবারের সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন সেখানে ৯২ শতাংশ জমিতে ‘শহীদ স্মরণিকা’ নামে একতলা পাকা ভবনটি নির্মাণ করে পরিবারটিকে পুনর্বাসন করেছে।

প্রয়াত হাবিলদার হাবিবুর রহমানের ২ ছেলে ও ৩ মেয়ের মধ্যে মোস্তফা কামাল ছিলেন সবার বড়।

গত ১৮ আগস্ট সকালে গুরুতর অসুস্থ অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয় মালেকা বেগমকে (৯৬)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। পরে এয়ারঅ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকা সেনাবাহিনীর অধীনে সিএমএইচ-এ ভর্তি করা হয়েছিল।সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD