ব্রাহ্মণবাড়িয়ার পরিবার পরিকল্পনা বিভাগ চার পদে ১২০ জনকে নিয়োগ দিচ্ছে। এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে দেশের একটি সনামধন্য পত্রিকায়।
পরিবার কল্পনা অধিদপ্তরাধীন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওতাধীন নিম্নবর্ণিত রাজস্ব আওতাভুক্ত শূন্য পদ পূরণের নিমিত্ত পদের পাশে উল্লিখিত সংশ্লিষ্ট জেলা/উপজেলা/ইউনিয়ন/পৌরসভা/ইউনিট/ওয়ার্ডের স্থায়ী নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
পরিবার পরিকল্পনা সহকারীঃ-
গ্রেডঃ ১৫,
বেতনঃ ৯৭০০-২৩৪৯০,
পদের সংখ্যাঃ ০৩,
শর্তঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দা,
যোগ্যতাঃ যেকোনো শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ। তবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ২টির মধ্যে যেকোনো ১টি তে ২য় বিভাগ/নূন্যতম জিপিএ ২.০০ থাকতে হবে।
পরিবার পরিকল্পনা পরিদর্শকঃ-
গ্রেডঃ ১৬,
বেতনঃ ৯৩০০-২২৪৯০,
পদের সংখ্যাঃ ০৩,
শর্তঃ তালিকা ১,
যোগ্যতাঃ যেকোনো শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ।
বি.দ্র.-শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
পরিবার কল্যাণ সহায়কঃ-
গ্রেডঃ ১৭,
পদের সংখ্যাঃ ৯৬,
বেতনঃ ৯০০০-২১৮০০,
শর্তঃ তালিকা ২,
যোগ্যতাঃ যেকোনো শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পাশ।
বি.দ্র.-শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
আয়াঃ-
গ্রেডঃ ১৫,
বেতনঃ ৮০২৫-২০০১০,
পদের সংখ্যাঃ ২০,
শর্তঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দা,
যোগ্যতাঃ ৮ম বা সমমান পাশ।
বি.দ্র.-শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
Leave a Reply