বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন

মানসিক প্রতিবন্ধী ডালিয়া বেগম (২৭) নামে একটি মেয়ে’কে পাওয়া যাচ্ছে না।

মানসিক প্রতিবন্ধী ডালিয়া বেগম (২৭) নামে একটি মেয়ে’কে পাওয়া যাচ্ছে না।

মোঃ মহসিন মিয়া
শরীয়তপুর জেলা প্রতিনিধি

ঢাকা শাহজাহানপুর থানা’র শান্তিবাগ মহল্লার পানি পাম্পের গলি থেকে হারিয়ে যায় ডালিয়া বেগম (২৭) নামের একটি মেয়ে । বাসা নং- ১৯৬/৮ সময় ১২:০০ টা অস্থায়ী ঠিকানঃ শান্তিবাগ,পানিপাম্পের গলি,৭-১০-২০ইং) মেয়েটি বাসা থেকে বাজারের উদ্দেশ্যে রওয়ানা হলে আর বাসায় ফিরে যায় নি । বাবার নামঃ নজু খাঁ, অস্থায়ী ঠিকানঃ শান্তিবাগ,পানিপাম্পের গলি, স্থায়ী ঠিকানা
গ্রামঃ ঢালী পাড়া, পোঃ কোদালপুর,উপজেলাঃ গোসাইরহাট, জেলাঃ শরীয়তপুর।

ডালিয়া’র স্বামী- মোঃ নাসির মিয়া নিজে ঢাকার- শাজাহানপুর থানা’য়- জিটি করেন -জিডি নাম্বার-৩৪৭।

মেয়ের নামঃ ডালিয়া বেগম (২৭)
পিতা: নজু খান।
মাতা: নুর খাতুন
অস্থায়ী ঠিকানঃ শান্তিবাগ,পানিপাম্পের গলি, শাজাহানপুর থানা,ঢাকা।
গ্রামঃ ঢালী পাড়া, পোস্ট: কোদালপুর ইউনিয়ন ,থানা: গোসাইরহাট,জেলা: শরীয়তপুর।
বয়সঃ ২৭ বছর।
গায়ের রং: শ্যাম বর্ণ ।
উচ্চতাঃ ৫ ফুট ৫” । মেয়েটির পড়নে ছিল কালো রঙের থ্রি পিস ।
যোগাযোগ করার ফোন নাম্বার: স্বামীর নাম্বার-০১৭৭৫০০৭৭৩৭ / ভাইয়ের- ০১৭৬০৩৯৯২৬৭ ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD