সোলেমান খান
এখন আগের মতো তুমি নেই
মুখোশে আবৃত তোমার এমুখ,
তোমার চাটুকারদের কথায়
পরনিন্দা ও পরচর্চায় ব্যস্ত মানুষ,
তোমার চারপাশে উঁকি ঝুঁকি মারে
ফাঁক বুজে সুযোগ খুঁজে অন্যকে দোষে।
শুনলাম তুমি নাকি এতে আনন্দ পাও!
চাটুকাররা বললেই ছুটে চলে যাও।
কত সলতে পুড়ে,নি:শ্বেষ হয়েছে জীবন
এখবর জানাবে না তোমাকে এখন।
তুমি উটে চড়ে দাও ফাঁকা বুলি
অনুসারীদের হাতে ভোট ভিক্ষার ঝুলি।
Leave a Reply