মোঃ আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির রাজাপুরে মো. বেল্লাল হাওলাদার (৩৭) নামে এক জুয়াড়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আকনের হাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত মো. বেল্লাল হাওলাদার উপজেলার পূর্ব ফুলহার গ্রামের মৃত হোসেন আলী হাওলাদারের পুত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোক্তার হোসেন বলেন, বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনে এক ব্যক্তিকে এক মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply