মোঃ আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে চিহ্নিত মাদকব্যবসায়ী মো. হালিম সিকদার (৩৫) কে গ্রেপ্তার করেছে ঝালকাঠি জেলা মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল। সোমবার সকালে উপজেলার চর বাগড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে তল্লাশী করে তার কাছ থেকে দুইশত গ্রাম (অনুমানিক ১০ হাজার টাকা মূল্যের) গাজা উদ্ধার করা করেন। হালিম সিকদার উপজেলার চর বাগড়ি এলাকার মো. গোলফুক্কার সিকদারের ছেলে।
ঝালকাঠি জেলা মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মনজুরুল হক জানান, হালিমের বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইণে মামলা রুজু করে তাতে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply