বিধানেন্দু পুরকাইত (কলকাতা)
নদীর ওপারে জানি তোমাদের ঘরবাড়ি
কি যেন নদীর নামটা বলতে পারো?
উল্লাসে ভাসে বেয়াদপ কিছু পানা
যারা দূরত্ব বাড়িয়ে দিচ্ছে আরও।
কতবার তুমি পার হও নদী বুক
বোরখায় ঢেকে একলা আমার বাড়ি
দুপারেই থাকে কোরান এবং গীতার সারাৎসার
মাঝখানে ভাঙে নদী জল আড়াআড়ি।
ওপারে বোরখা এপারেতে নামা বলি
তোমার পাড়ায় আজান সময়
আমার ঘরে শাঁখ
রেজিনা এখন দুপারে মৃত্যু ভয়
মাঝখানে নেই পঁচিশে বৈশাখ।
Leave a Reply