রোকেয়া ইসলাম
এই ভর দুপুরে কে দাঁড়িয়ে?
চোখ জোড়া বিষাদ বা
আনন্দে ডোবা
আমার নিজস্ব নিয়মের দরজায়?
তুমি যখন আমার দরজার ওপাশে-
শহরের প্রতিটি রাস্তায় মন খারাপের ফেরিওয়ালা
অভিমানের মেঘ
কষ্টের মশাল মিছিলের প্রস্তুতিতে…
তবুও স্থির আমি আঁটকে আছি
ল্যান্ডমার্কে আঁটকানো প্রহর অনুরূপ
পুরানো ক্যালেন্ডারের নির্দিষ্ট বার আর তারিখে…
Leave a Reply