বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

সংবাদ সংগ্রহ করতে যেয়ে হামলার শিকার সাংবাদিক আকিবুজ্জামিন ও আহছানউল্লা

সংবাদ সংগ্রহ করতে যেয়ে হামলার শিকার সাংবাদিক আকিবুজ্জামিন ও আহছানউল্লা

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কালিগঞ্জে নলতা ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড এ সংবাদ সংগ্রহ করতে যেয়ে সাংবাদিক আকিবুজ্জামিন ও আহছানউল্লা হামলার শিকার হন।আজ বিকাল ৫ টায় গ্রাম কাজলার একটি স্থানে সংবাদ সংগ্রহ করতে জান সাংবাদিক গন এমন সময়।ভাঙ্গানমারী গ্রাম এর শুকরআলী মোল্লা ও তার বড় পুত্র ফিরোজ হোসেন ও ছোট পুত্র নুর আলম সাংবাদিকের উপর আক্রমণ করেন,সাংবাদিক আকিবুজ্জামিন এর পত্রিকার আইডি কার্ড, হাত ঘড়ি হারিয়ে জায়।সাংবাদিক আকিবুজ্জামিন ও আহছানউল্লা কালিগঞ্জ থানার তদন্ত অফিসার মিজানুর রহমান এর নিকট বিষয়টি বলেন।তখন তদন্ত ওসি তাদের কে থানায় আসার জন্য বলেন।সাংবাদিক আকিবুজ্জামিন ও আহছানউল্লা হসপিটাল থেকে থানায় জাবেন বলে জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD