শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কন্ঠের মুগ্ধতায় ও উপস্থাপনার নান্দনিকতায় আলোচিত এক নাম মাসুদ রানা বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশএর অভিষেক অনুষ্ঠিত বিশ্ববাঙালি সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা ২৭ সেপ্টেম্বর কসবায় চকচন্দ্রপুর ইসলামিয়া হাফিজিয়া মাদরাসায় হিফজুল কোরআন বিভাগের ৪ ছাত্রের শেষ ছবক প্রদান শিল্প সাহিত্য সংযোগের উদ্যোগে “বিজ্ঞান যুগের সাহিত্যচর্চা” বিষয়ক আলোচনা ও কবিতা পাঠ ন্যাশনাল ইনফ্লুয়েন্স এওয়ার্ডে ভূষিত বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন আর নেই কসবার যুবককে স্পেনের ভিসার নামে সৌদির মরুভূমিতে ফেলে রাখার অভিযোগ আজ কবি এস এম শাহনূরের জন্মদিন| বদরুদ্দীন উমর আর নেই
কসবায় হাফেজ শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান

কসবায় হাফেজ শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বুধবার (১৪ আগস্ট) সকালে সবুজ সংঘের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লোকমান হোসেন পলা। প্রধান অতিথি ছিলেন কসবা উজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম।

সাংবাদিক মো. শাখাওয়াৎ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয়, কসবা প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ তপন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলা টিভি কসবা প্রতিনিধি রুবেল আহমেদ, মাই টিভি কসবা প্রতিনিধি আলমগীর হোসেন, এনটিভি অনলাইন (আখাউড়া-কসবা) প্রতিনিধি সাইদুল ইসলাম, দৈনিক মানবাধিকার কসবা প্রতিনিধি নাঈমুল ইসলাম জিহাদ ও সার্জেন্ট ফারুক আহমেদ বাবু।

এ সময় উপকারভোগী হাফেজ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন কসবা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবদুল হান্নান।
বক্তারা বলেন, সরকারি ও বেসরকারিভাবে শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি থাকলেও হাফেজ শিক্ষার্থীদের জন্য এ ধরণের ব্যবস্থা নেই। সবুজ সংঘের এ উদ্যোগকে তারা সাধুবাদ জানান।
পরে হাফেজ শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রধান অতিথির নিকট থেকে এককালীন শিক্ষাবৃত্তি গ্রহণ করেন।
উল্লেখ্য কসবার সুপরিচিত মানবিক সংগঠন ২০২১ সাল থেকে উপজেলায় অসহায় ও প্রতিবন্ধী ভাতা, হাফেজ শিক্ষার্থীদের শিক্ষাভাতা, এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের ফর্মফিলাপের ফি, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD