কসবা প্রতিনিধি।।
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং বিচার দাবিতে মানববন্ধন করেছে কসবা উপজেলা সাংবাদিক ফোরাম (KUSF)
রবিবার (১০ আগস্ট) বিকেল ৩টায় কসবা পৌর মুক্তমঞ্চ সুপার মার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আশরাফ উজ্জ্বল এবং সভাপতিত্ব করেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয়।
বক্তারা বলেন, তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।
কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন বলেন, “সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
কসবা উপজেলা সাংবাদিক ফোরামের নির্বাহী উপদেষ্টা মোবারক হোসেন চৌধুরী নাছির বলেন, “রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সাংবাদিকদের ওপর হামলা মানে সত্যকে দমন করার চেষ্টা এবং স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠা।”
সাংগঠনিক সম্পাদক শাহপরান বলেন, “আমরা কলমের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরি, কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।”
যুগান্তর জেলা প্রতিনিধি সোহরাব হোসেন বলেন, “সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। তুহিনের ক্ষেত্রেও যেন এমনটি না হয়।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক শামিম আহম্মেদ, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি শাহ মোঃ ফুরকানুল ইসলাম, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি শাহপরান, দৈনিক ডেসটিনির প্রতিনিধি মিজানুর রহমান দুলাল প্রমুখ।
Leave a Reply