শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আইন মন্ত্রী আনিসুল হক বে-সরকারি ভাবে নির্বাচিত কসবায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত-৪ কসবায় এলজিইডি’র শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগরতলায় স্রোত আয়োজিত লোকসংস্কৃতি উৎসব কসবা প্রেসক্লাব সভাপতি’র উপর হামলার প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সভা কসবায় চকচন্দ্রপুর হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও ছবক প্রদান শ্রী অরবিন্দ কলেজের প্রথম নবীনবরণ অনুষ্ঠান আজ বছরের দীর্ঘতম রাত, আকাশে থাকবে চাঁদ বিএনপি-জামাত বিদেশীদের সাথে আঁতাত করেছে-কসবায় আইনমন্ত্রী আনিসুল হক ১৩ দিনের জন্য ভোটের মাঠে নামছে সশস্ত্র বাহিনী
মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য নৃশংসতম হত্যা কান্ডের কালিমালিপ্ত ব্যেদনাবিধুর শোকের দিন

মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য নৃশংসতম হত্যা কান্ডের কালিমালিপ্ত ব্যেদনাবিধুর শোকের দিন

স্বপন কুমার রায খুলনা ব্যুরো প্রধান।।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতক চক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত–নিপীড়িত মানুঘের মহান নেতা বাংলা ও বাঙালির হাজার বছনের আরধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস স্বাধীন বাংলাদেশের স্হপতি,
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান কে সপরিবারে হত্যা করা হয় জাতির পিতার খুনী ও তাদের উত্তরসুরীরা এখন ও সক্রিয়,তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। ২১ আগষ্টের গ্রেনেড হামলা সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ,এদের প্রতিহত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রূপকল্প- ২০৪১ বাস্তবায়ন করতে হবে। লাল সবুজের পতাকার সম্নান অক্ষুন্ন রাখতে জাতীয় নির্বাচনে আবারও নৌকার বিজয় ঘটাতে হবে।

আজ ২৯ আগষ্ট সোমবার বাজুয়া ইউনিয়ন আওয়ামী
লীগ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে বাজুয়া ইউনিয়ন পরিষদ মিলয়াতনে বিকাল ৪ টারদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠের বক্তরা এসব কথা বলেন।
বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অপরাজিত মন্ডল অপুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার রায় ও রতন মন্ডলের পরিচালনায় বক্তৃিতা করেন দাকোপ – বটিয়া ঘাটার সাবেক সংসদ সদস্য
ও খুলনা জেলা কমিটির সদস্য ননীগোপাল মন্ডল,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ
আবুল হোসেন,খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ও হিন্দু কল্যান ট্রাষ্টি নান্টু রায়,উপজেলা আওয়ামীলীগ
এর সাধারন সম্পাদক ও দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,সহ উপজেলা আঃলীগের সভাপতি সরোজিত কুমার রায়,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস রায়, সন্জিব মন্ডল,দেবব্রত বিশ্বাস,কেএম কবির হোসেন,হাতেম শেখ, জয়ন্তী রানী সরদার,নিলিমা চক্রবর্তি,প্যানেল চেয়ারম্যান উৎপল দাস,দিনবন্ধু মন্ডল,বিশ্বজিত, কনিকা পোদ্দার,অশোক মন্ডল
,অ্যাডঃঅসিম বৈদ্য আজগগর হোসেন ছাব্বির,জিএম রেজা,উপজেলা ছাত্রলীগের সাধার সম্পাদক লিটন সরদার,রাজু বাছাড়,রাহুল রায়,পল্লব রায়,প্রিস্ন শেখ,

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD