কসবা প্রতিনিধি।।
গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাব। আজ মঙ্গলবার ১২ আগস্ট বিকালে কসবা স্বাধীনতা চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
কসবা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল খায়ের স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলার সঞ্চালনায় বক্তব্য রাখেন- কসবা প্রেসক্নাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয়, কসবা উপজেলা ছাত্রদল নেতা মো. সাদ্দাম হোসেন, কসবা প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক বোরহান মো. ইনয়ামুল ইসলাম,অর্থ সম্পাদক মো. শাখাওয়াৎ হোসাইন পারভেজ, এনটিভি অনলাইন ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা) প্রতিনিধি সাইদুল ইসলাম, মাইটিভি কসবা প্রতিনিধি মো. আলমগীর হোসেন, কসবা উপজেলা ছাত্র প্রতিনিধি এইচ.এম হাসান মাহমুদ প্রমুখ।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- প্রবীণ সাংবাদিক মো. ইয়াছিন রেজা, কসবা প্রেসক্লাব সদস্য ও বাংলা টিভি কসবা প্রতিনিধি মো. রুবেল আহমেদ, কালবেলা কসবা প্রতিনিধি লিয়াকত মাসুদ,এশিয়ান টিভি কসবা প্রতিনিধি মো. মাজেদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তা ও ঝুঁকির মধ্যে পড়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এ হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
Leave a Reply