সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আইন মন্ত্রী আনিসুল হক বে-সরকারি ভাবে নির্বাচিত কসবায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত-৪ কসবায় এলজিইডি’র শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগরতলায় স্রোত আয়োজিত লোকসংস্কৃতি উৎসব কসবা প্রেসক্লাব সভাপতি’র উপর হামলার প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সভা কসবায় চকচন্দ্রপুর হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও ছবক প্রদান শ্রী অরবিন্দ কলেজের প্রথম নবীনবরণ অনুষ্ঠান আজ বছরের দীর্ঘতম রাত, আকাশে থাকবে চাঁদ বিএনপি-জামাত বিদেশীদের সাথে আঁতাত করেছে-কসবায় আইনমন্ত্রী আনিসুল হক ১৩ দিনের জন্য ভোটের মাঠে নামছে সশস্ত্র বাহিনী
কিশোরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের নতুন কমিটি গঠন

কিশোরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের নতুন কমিটি গঠন

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি ঃ

নীলফামারীর কিশোরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের কমিটি ঢেলে সাজানো হয়েছে। হাসপাতালের কর্মকান্ড গতিশীল করতে ১৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কিশোরগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল চত্বরে গতকাল বৃহস্পতিবার বিকালে ইফতার ও মাসিক সভায় কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে ১৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এ কমিটির আহŸায়ক করা হয়েছে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকীকে এবং সদস্য সচিব করা হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমদুকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেকের আবাসিক মেডিকেল অফিসার এ বি এম তানজিমুল হক মিল্লাত, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার, উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন, ৯ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রেজাউল আলম স্বপন। এ নতুন কমিটির উপদেষ্ঠা হলেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান ও কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট । ব্যক্তির পালাবদল হলেও পদ অনুযায়ী এ কমিটির কার্যক্রম চলবে। করোনা পরিস্থিতিতে প্রায় দু’বছর কার্যক্রম বন্ধ ছিল ডায়াবেটিক হাসপাতালের। দীর্ঘ দু’বছর এ হাসপাতাল বন্ধ থাকায় উপজেলার ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিদের সিমাহীন কষ্ট পোহাতে হয়েছে। কার্যক্রম পূর্বের মত আবার শুরু হলে ৯ ইউনিয়নের মানুষ আবারও উন্নত সেবার মুখ দেখবে। সভায় সকল সদস্য চাঁদা ও সার্বিক সহযোগিতার মাধমে সেবামুলক প্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত রাখতে অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD