শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

আলোর শহর

সুপ্রভাত মেট্যা

তুমি কী আলোর শহরের কথা ভাবছ?
যখন আলোই নেই তার আবার শহর ।
দেখছনা, কেমন অন্ধকারে ভরে গেছে মানুষ ।
ভালো বলে যা তুমি চালিয়ে যাচ্ছ
তার সবই উল্টে , এখন কালো হয়ে যাচ্ছে ক্রমশ ।
তুমি না থাকলে , অজস্র লেখা যদি না থাকে কবিতার তাহলে কী আর স্বপ্ন দেখা যায়?

তুমি আছ; তাই এত কাছাকাছি আমি এই গ্রামে , কুটির ছায়ায়।এই গ্রামই আমাকে অনেক গল্প যুগিয়েছে আর কবিতা ,শতেক দুঃখেও আমাকে সুখে থাকার খোরাক যুগিয়েছে এই গ্রাম ।

এখন ভাবছনা জানি। যেদিন সময় সচেতন আত্মা ঠিক একদিন বেরিয়ে পড়বে আমার শরীর থেকে , সেদিনই বুঝবে!

-সুপ্রভাত মেট্যা
-পূর্ব মেদিনীপুর

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD