কবি মোঃ জাকির হোসেন (বাহাদুর)
এই দেশ যাদের রক্ত দিয়ে,
করিল যুদ্ধ, আনিল স্বাধীনতা,
শোধ হবে কি সেই ঋণ,
সাত কোটি মানুষ বলে সেই কথা ।।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে,
বাংলা ভাষা রক্ষা করলো যারা,
সেই ত্যাগের মহিমা,
কোন দিন ম্লান হবেনা ।।
তাদের ইতিহাস রবে,
জ্ঞানী ও গুনীদের মনে,
তাই তোমরা বিজয়ী বীর মুক্তিসেনা,
শোধ হবেনা তোমাদের ঋণ ।।
ইতিহাসে থাকবে তোমাদের কথা,
মাটি ও মানুষের কৃষাণের মুখে,
স্মৃতি হয়ে থাকবে সবার-ই বুকে।
Leave a Reply