বিধানেন্দু পুরকাইত
প্রেমের জলে গা ধুয়ে নে মেয়ে
হাঁটু জলে বেশী নামিস নে
আজকে বুঝি পলাশ মাখার দিন
বুকে কী তোর এখনও দুর্দিন!
ফাগুন এলে শুকায় লতাপাতা
দিকে দিকে পলাশ রাঙালো তা
আয় ঘরে আয় কিশোরী তুই কন্যে
বুকে আগুন তুই কী জানিস নে? !
এতো মানুষ একসাথে হয় জড়ো
প্রেমের টানে বুক যে তাদের দড়ো
আজ ফাগুনে আবীর মাখি আয়
ভালবাসা প্রেমেরই জলসায়।
———–
Leave a Reply