.
খুলনা থেকে স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের রাস্তার ইট লাউডোব ইউনিয়নে ভাই ভাই স্যানিটেসান এর নিকট বিক্রয়ের অভিযোগ উঠেছে।
বিগত কয়েক বছর যাবৎ বানিশান্তা ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের রাস্তার উত্তালন কৃত ইট জন প্রতিনিধিদের বিক্রির অভিযেগ রয়েছে এরই ধারাবাহিকতায় ২ নং ওয়ার্ড কাঁকড়া বুনিয়া সপ্না সরকারের বাড়ির আঙ্গিনায় থাকা লক্ষাধিক ইট দফায় দফায় বিক্রয় করছে এমন অভিযোগে কয়েক টা জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর ও থেমে নেই সরকারি ইট বিক্রি। কোন কোন জনপ্রতিধি ঐ ইট স্কুলের মত প্রতিষ্ঠানে বিক্রি করার অভিযোগ রয়েছে, পত্র পত্রিকায় বিভিন্ন সময় এ সংক্রান্ত বিষয়ে সংবাদ প্রকাশিত হলেও থেমে নেই বিকিকিনি। উপজেলা প্রশাসনের নজর এলে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বার বানীশন্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসুদেব রায়কে ব্যাবস্হা নিতে বলেন। কিন্তু সুদেব রায়ের সাথে মোবাইল ফোনে আলাপ করলে এড়িয়ে যাওয়ার। কথা বলেন।
গত ২৩ শে জানুয়ারি উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ সুধী সমাজ মুজিব বর্ষ উপলক্ষে ভূমি ও গৃহ হীনদের জমি ও ঘর প্রদানে ব্যস্ত সময় পার করছে ঠিক সেই মুহুর্তে উক্ত সপ্মা সরকারের বাড়ির আঙ্গিনাতে সঞ্জীব মন্ডল এর নিকট হতে উক্ত ইট ক্রয়ের কথা স্বীকার করেন ভাই ভাই স্যানিটেসান।
Leave a Reply