মেহেরুন্নেশা চৌধুরী
তোমাকে প্রাণভরে দেখতে চাই আমি যখন
জানি না তো কখন হারিয়ে ফেলতে পারি তখন।
তোমার অভিমান ভরা মুখে
আমি খুজে ফিরি আজও সুখে।
কখনো কি হয় বুঝিনা তোমায় শুধু বুঝি অভিমানি চেয়ে চেয়ে থাকি সারাক্ষন।
এখুনি বুঝি সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে জীবন।
তাই আমি থাকি দুরে দুরে নয়নে নয়ন মেলাতে
পারি না তোমার কাছে
যদি কখনও হারিয়ে যাও পাছে।।
আমার ও রাগ ছিল আমার ও ছিল অভিমান ।
তোমাকে যে আমি ভালো বেসে পেয়েছি,
তাই তোমার দেওয়া কষ্ট গুলো সয়েছি।।।
কভু ভাবি ভুল যাব কখনও আর আসবো
না তোমার কাছ থেকেই সরে গিয়ে,
মেঘের কোনে কোনে ছড়িয়ে দেব
ভালো বাসার মানে জানিয়ে যাব বাতাস কে সাথে নিয়ে।।
Leave a Reply