স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতেরসকলঅপপ্রচার,দূর্নীতি,জঙ্গীবাদ,ও আগুন সন্ত্রাস কার্যক্রমের বিরুদ্ধে,,, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে,, ২২জুলাই শনিবার দিনভর নৌকা প্রতীকের পক্ষে দাকোপের কালিনগর বাজার,,ও বুড়িরডাবুর বাজারে গণসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,,, দাকোপ-বটিয়াঘাটা(খুলনা-১) থেকে মনোনয়ন প্রত্যাশী,,, খুলনা জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য,সাবেক সাংসদ, ননী গোপাল মন্ডল।।দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসিত বরণ সাহা, সাবেক আওয়ামী লীগ নেতা এ্যাডঃ জি এম কামরুজ্জামান, সঞ্জয় কুমার মোড়ল , সাবেক চেয়ার ম্যান সমরেশ রায়, দেবপ্রসাদ গাইন, অধ্যক্ষ দিবাকর মন্ডল, সদস্য সমরেশ রায়,গোবিন্দ লাল রায়, শচীন্দ্র নাথ মন্ডল,বিধানঘোষ,গাজী সরোয়ার হোসেন,অমিত সাহা, শ্যামসুন্দর মন্ডল, ,ইউপি সদস্য স্বপন কুমার মন্ডল ,নিমাই মন্ডল, মিহির রায়,দেবদাসরায়,পরিতোষ রায়,দিপংকর বৈদ্য,মুরারীমোহন থান্দার, কমলেশ বাছাড়, ভবেন্দ্রনাথ মন্ডল, উমাশংকর রায়,প্রসেনজিৎ রায়,মুরারীমোহন থান্দার, এ্যাডঃদেবপ্রসাদ বৈদ্য,আধ্যাপক রঞ্জন রায়,অচিন্ত্য সাহা,অংগদ বাইন,বিশ্বজিৎ রায়,, দূর্গপদরায়,প্রভাষরায়, নিহার রায়,সুধাংশু বৈদ্য,সমরেশ রায়, তাপস হালদার,মলিনাজোয়াদার, ,অধ্যাপক অমুল্যবাছাড় ষুগোল ঘরসমী,, সুকৃতি রায়,সুরঞ্জন রায়,সমরবিশ্বাস, আশোক কুমার রায় কৃষ্ণ পদ গোলদার দেবান্দ মন্ডল।এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি বৃন্দ।।
Leave a Reply